
কোন রাউটার কেনা উচিত অথবা কি রাউটার কেনা ভাল হবে? এই প্রশ্ন থেকেই যাই? আপ্নারা যারা রাউটার কেনার ব্যাপারে সন্ধিয়ান তারা নির্দ্বিধাই এই 300Mbps রউটার টা কিনতে পারেন, তাতে অল্প দামের মধ্যে ভাল জিনিস পাবেন। আমরা কিন্তু কোন রাউটার থেকে কোন কমিশন পাই না সুতারাং আপনার যে কোম্পনির ইচ্ছা কিনতে পারেন।
তবে কেন আমরা এই রউটার কিনতে বলছি? দীর্ঘ দিনের ব্যবহার এবং বিভিন্ন কাস্টমারের বাসাই এই রউটার দিয়েছি ২-৩ বছর যাবদ চলছে কোন রকম সমস্যা ছাড়াই। আরো একটা বড় দিক হচ্ছে এই রউটার এর কাভারেজ তুলনা মুলক অনেক বেশি পাওয়া জাই সমমানের অন্য কোম্পানির 300Mbps রাউটার এর থেকে এবং একই মূল্য। সুতারাং একই ১২০০ টাকা থেকে ১৩৫০ টাকার মধ্যে নেটিস এর থেকে আর কোন রাউটার হয় না।